Sunday, September 4, 2022

আপনি কি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ গ্রহণ করতে ইচ্ছুক?

 



বাস্তব প্রশিক্ষণ গ্রহণ করুন ও দক্ষতা অর্জন করুন। আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজ করতে হলে দক্ষতার কোন বিকল্প নেই। কামরুল টেক সলুশন্স ফ্রিল্যান্সিং বাস্তব প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আপনাকে ঘরে বসে ইনকাম করতে সহযোগিতা করবে। দক্ষ অভিজ্ঞ ও সার্টিফাইড প্রশিক্ষকের তত্ত্বাবধানে মাত্র তিন মাসে আপনাকে যে কোন একটি কাজের উপরে প্রশিক্ষণ প্রদান করে ফাইভার ফ্রিল্যান্সার হিসাবে তৈরী করা হবে। আপনার ফাইভার প্রোফাইল তৈরী, গিগ ও পোর্টফোলিও তৈরী, গিগ র‌্যাংকিং করতে সাহায্য করা হবে। গিগ পাবলিশের জন্য পরীক্ষায় সহযোগিতা, ফাইভারে অফার টেমপ্লেট তৈরী ও বায়ার সংগ্রহে সহযোগিতা করা হবে। কোন বিষয় না বুঝলে অনলাইন ক্লাশে আপনাকে তা বুঝিয়ে দেওয়া হবে। কোন কিছু না পারলে সাপোর্ট টিম জুম অ্যাপের মাধ্যমে বা টিম ভিউয়ারের মাধ্যমে সরাসরি অনলাইনে আপনার কম্পিউটারে ঢুকে কাজটি করে দিবে। কামরুল টেক সলুশন্স কর্তৃক আয়োজিত ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাচে অংশগ্রহণ করুন এবং ০১ অক্টোবর ২০২২ তারিখ রাত ৯টায় উদ্বোধনী ওয়েব ইনারে জয়েন করুন। প্রশিক্ষণের মেয়াদঃ ০৩ মাস কোর্স ফিঃ মাত্র তিন হাজার টাকা। প্রশিক্ষণের ধরণঃ অনলাইন ক্লাশ ও অনসাইট সাপোর্ট শুক্রবার ও শনিবার ব্যাতিত সপ্তাহে ৫ দিন ক্লাশ। প্রতিদিন রাত ৯টা হতে ১১টা। শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এসএসসি পাশ। নিজস্ব ল্যাপটপ ও ইন্টারনেট কানেকশন থাকতে হবে। অনলাইন প্রশিক্ষণ গ্রহণের জন্য আজই যোগাযোগ করুন। মোঃ কামরুল ইসলাম সার্টিফাইড ট্রেইনার, ডিজিটাল মার্কেটার ও ফ্রিল্যান্সার কামরুল টেক সলুশন্স বীরগঞ্জ, দিনাজপুর। মোবাইল নম্বর ০১৭১৬৭১৩৫৫২।

No comments:

Post a Comment

এডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্সে রেজিষ্ট্রেশন চলছে।

  কামরুল   টেক   সলুশন্স   প্রকৃত   অনলাইন   প্রশিক্ষণ   ও   দক্ষতা   উন্নয়নে   প্রতিশ্রুতিবদ্ধ।   যারা   ফ্রিল্যান্সিং - এ   ক্যারিয়ার   গড়...